কালীগঞ্জে পুকুরের পানিতে ভেসে ছিল অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দি লাশ!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পুকুরের পানিতে ভাসতে থাকা অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ৩টা দিকে জামালপুর ইউনিয়নের মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়স আনুমানিক ৮ থেকে ১২।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের পুকুরে মাছের খাবার দেয়ার সময় পুকুরের পূর্ব দিকে পানিতে দুর্গন্ধযুক্ত ভাসমান একটি বস্তা দেখতে পায় স্থানীয়রা। পরে কাছে গিয়ে বস্তায় মানুষের দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় হয়। খবর পেয়ে দুপুর ৩টার দিকে ঘটনাস্থল থেকে ভাসতে থাকা অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। প্লাস্টিকের বস্তায় থাকা কিশোরীর পরনে গোলাপি জামা ও খয়েরি রং-এর হাফ পেন্ট ছিল।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, লাশটি অর্ধগলিত ও ফুলে ছিল। ধারণা করা হচ্ছে কয়েকদিন পূর্বে লাশটি বস্তাবন্দি করে দুর্বৃত্তরা পুকুরে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।