আন্তর্জাতিক

তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় নৌকাডুবিতে আরও অন্তত ৩৪ শরণার্থী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে এই নৌকাডুবির ঘটনায় মোট ৬৭ জন নিখোঁজ আছেন। এ ছাড়া পাঁচজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, চলতি মাসে হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

শুক্রবার আদালতের মুখপাত্র ফাওজি এল মাসমুদি বলেন, নৌকাটি বৃহস্পতিবার স্ফ্যাক্সের কাছ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিল। খবর আলজাজিরার।

চলতি বছরে ইতালিমুখী নৌকার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ইতালির কোস্টগার্ড বলেছে, তিউনিসিয়া থেকে সাগর পাড়ির চেষ্টার সময় নৌকাডুবির কয়েক ঘণ্টা পর ইতালির দক্ষিণাঞ্চলে দুটি অভিযান চালিয়ে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করেছে। এর আগে এই নৌকাডুবিতে পাঁচজন নিহত ও ৩৩ জন নিখোঁজ ছিল।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাব্লি বলেন, কোস্টগার্ড দুই দিনে ইতালিমুখী ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছে। শরণার্থীদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারান দেশের নাগরিক।

জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত তিউনিসিয়া থেকে ১২ হাজার শরণার্থী ইতালিতে পৌঁছেছেন। গত বছরের এই সময়ে যা ছিল মাত্র ১ হাজার ৩০০ জন। আগে লিবিয়া ছিল এ অঞ্চল থেকে ইতালি যাওয়ার প্রধান ঘাঁটি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button