লাইফস্টাইল
পুরুষদের জন্য সুন্দরি নারী ক্ষতিকর!
গাজীপুর কণ্ঠ ,লাইফস্টাইল ডেস্ক : স্পেনের একদল গবেষক দাবি করেছেন, পুরুষদের জন্য সুন্দরি নারীরা ধুমপানের থেকেও বেশি ক্ষতিকর। কারণ হিসেবে তাদের ব্যাখ্যা, আকর্ষণীয় নারীদের সান্নিধ্যে আসলে পুরুষের মধ্যে মানসিক চাপ বেড়ে যায়। এই চাপ পুরুষের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ পর্যন্ত করে দিতে পারে।
গবেষকরা বলেছেন, পুরুষদের মধ্যে যারা নারীদের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করেন, তাদের জন্য সুন্দরি নারী আরও বেশি ক্ষতিকর।
৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের ওপর গবেষণা চালিয়ে গবেষকরা এই দাবি করেছেন।
গবেষকেরা বলেছে, কম বয়সী সুন্দরি নারী আশেপাশে দেখলে অধিকাংশ পুরুষ প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন। খুব কম পুরুষই সুন্দরিদের পাশ কাটিয়ে চলতে পারেন। যার ফলে না চাইতেও প্রেমে পড়তে বাধ্য হয় পুরুষেরা।