খেলাধুলা

মেসির ৮০০ গোলের রেকর্ডে আর্জেন্টিনার জয়

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : তিন তারকাখচিত জার্সির অভিষেকটা ভালোভাবে রাঙিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত ফ্রিকিকে ক্যারিয়ারের ৮০০তম গোলের অনবদ্য রেকর্ডবুকে নাম উঠিয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে আর্জেন্টাইনরা ভেসেছেন বাঁধভাঙা জয়ের উচ্ছ্বাসে। আন্তর্জাতিক ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

বুয়েন্স আয়ার্সে প্রথমবার তিন তারকাখচিত জার্সি পরে খেলতে নামে আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষের ডি-বক্সে পাওয়া বল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কাজে লাগাতে পারেননি।

১৫ মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে বসেন পানামার ডিফেন্ডার কেভিন গালভান। প্রায় ২৭ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিক নেন মেসি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কিক পোস্টে লেগে ফিরে আসে।

৪৪ মিনিটে দূরপাল্লার শটে পানামা গোলকিপার গুয়েরার পরীক্ষা নেন এনজো ফার্নান্দেজ। ৫২ মিনিটে মেসির আরেকটি ফ্রি কিক দারুণভাবে আটকে দেন গুয়েরা। কিন্তু ৮৯ মিনিটে গিয়ে পারেননি।

এবার মেসির বাঁকানো শট ঠিকই ঢুকে পড়ে পানামার জালে। আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯৯তম আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button