চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশের আকাশেও রমজানের চাঁদ দেখা না যাওয়ায় মুসলমানরা রোজা রাখা শুরু করবেন শুক্রবার।
বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমজান।
তিনি জানান, ১৮ এপ্রিল দিবাগত রাতে শবে কদর পালিত হবে।
মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।
আগের দিন মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় সোদি আরবে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা আসে।
বাংলাদেশের কিছু জেলার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা শুরু করেন এবং একই দিন ঈদ উদযাপন করেন।