টঙ্গীতে তিন মোটরসাইকেলসহ `চোরচক্রের’ পাঁচজন গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি : টঙ্গীতে তিনটি মোটরসাইকেলসহ ‘চোরচক্রের’ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ মার্চ) ভোরে টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো- কালীগঞ্জের মো. সাকিল (২৩) ও মো. জুয়েল উদ্দিন (২৫), পূবাইলের রকিবুল ইসলাম রকিব (২৮), টঙ্গীর মাছিমপুর এলাকার মো. হাসিবুল ইসলাম শামীম (২৭) এবং বোর্ড বাজার এলাকার রাশেদুল ইসলাম রনি (২৩)।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, সম্প্রতি মোটরসাইকেল চুরির একটি অভিযোগের তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রোববার টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই পাঁচজনকে আটক ও তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইল জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।