গাজীপুর
কারামুক্ত হলেন মাহিয়া মাহি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলাসহ ব্যবসায়ীর মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
জামিনে মুক্তি পাওয়ার পর শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গাজীপুর জেলা কারাগারের মূল ফটকে পৌঁছেন মাহিয়া মাহি।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।’
মাহিয়া মাহি আইনজীবী আনোয়ার সাদাত সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গাজীপুর জেলা কারাগারের মূল ফটকে আসার পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করেন।’
আরো জানতে….
কারাগারে পাঠানোর পর মাহির জামিন মঞ্জুর
সুনির্দিষ্ট অভিযোগেই মাহি গ্রেপ্তার, পরে আদালতের নির্দেশে কারাগারে