শ্রীপুরের নতুন এসি-ল্যান্ড আল মামুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: আল মামুনকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: আল মামুনকে (১৮২৫৫) পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা আল মামুন এর আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সহকারী কমিশনার হিসেবে তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
আল মামুনের নিজ জেলা বরিশাল।
উল্লেখ্য : সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তারকে (১৮৪১০) প্রত্যাহার করে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরো জানতে……..
একযোগে গাজীপুরের দুই এসি-ল্যান্ডকে প্রত্যাহার