টঙ্গী রাজস্ব সার্কেলের নতুন এসি-ল্যান্ড তামান্না রহমান জ্যোতি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তামান্না রহমান জ্যোতিকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতিকে (১৮৫৮১) টঙ্গী সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৭ ব্যাচের কর্মকর্তা তামান্না রহমান জ্যোতি বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২২ সালের ১০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ভূঞাপুর উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে গাজীপুর ও ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। বিসিএস ৩৭ ব্যাচের মেধাক্রম অনুসারে ২৬তম হয়েছিলেন তামান্না রহমান জ্যোতি।
তামান্না রহমান জ্যোতির নিজ জেলা কুড়িগ্রাম।
উল্লেখ্য : সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমানকে (১৮৩৭০) প্রত্যাহার করে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।
আরো জানতে…..
একযোগে গাজীপুরের দুই এসি-ল্যান্ডকে প্রত্যাহার