অন্যান্য

স্কটল্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈকুণ্ঠের খাতা’ মঞ্চস্থ

আইয়ুব সাবের টিপু (স্কটল্যান্ড থেকে) : স্কটল্যান্ডের গ্লাসগোতে মঞ্চস্থ হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘বৈকুণ্ঠের খাতা’।

শনিবার (১১ মার্চ) গ্লাসগোতে বেঙ্গলি পারফর্মিং আর্টস (বিপিএ) আয়োজিত বার্ষিক উৎসবে সুদিপ চক্রবর্তীর নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘বৈকুণ্ঠের খাতা’।

স্কটল্যান্ডে এই প্রথমবারের মতো এ পার বাংলার এবং ওপার বাংলার অভিনেতা, অভিনেত্রীরা একসঙ্গে একই নাটকে অভিনয় করেন।

বেঙ্গলি পারফর্মিং আর্টস (বিপিএ) তাদের বার্ষিক অনুষ্ঠানটি আয়োজন করে গ্লাসগোর ইস্ট উড পার্ক থিয়েটার হলে। সে সময় দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল।

অনুষ্ঠানে নাটক ছাড়াও শিশু শিল্পীদের অংশ গ্রহণে নৃত্য, গান এবং রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত গীতিনাট্য মায়ার খেলা পরিবেশন করা হয়েছে।

এছাড়াও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন অ্যাশ মুখার্জি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button