গাজীপুর কণ্ঠ ডেস্ক : রেলের টিকিট ক্রয়ে নতুন নিয়ম শুক্রবার (১০ মার্চ) থেকে কার্যকর হয়েছে। টিকিট কালোবাজারি বন্ধে একজনের কাছে সাতদিনে দুবারের বেশি টিকিট বিক্রি না করার যে সিদ্ধান্ত ছিলো তা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে একদিনে দুবারে চারটি করে আটটির বেশি টিকিট ক্রয় করা যাবে না।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক যাত্রী আছেন যারা সপ্তাহে কখনো কখনো পাচঁদিনই ভ্রমণ করেন। যেহেতু অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে ক্রয়কৃত টিকিটে ভ্রমণ নিষিদ্ধ তাই রেলে দৈনিক যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অনুরোধ এসেছে সাতদিনে দুবার টিকিট ক্রয়ের যে সীমা রয়েছে তা তুলে দেওয়ার জন্য।
রেলওয়ের টিকিটিং পার্টনার সহজ ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, এ সিন্ধান্তটি এ মাসের শুরুর দিকে এক বৈঠকে নেওয়া হয়েছে, যা শুক্রবার কার্যকর হয়েছে।
তিনি সংবাদ মাধ্যমকে আরো জানান, নতুন নিয়মে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একদিনে সর্বোচ্চ দুবার আন্ত:নগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে, একদিনে একই ট্রেনে একবারের বেশি টিকিট ক্রয় করা যাবে না। একই প্রারম্ভিক স্টেশন থেকে একবারের বেশি টিকিট ক্রয় করা যাবে না এবং এক জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে সর্বোচ্চ চারটি করে টিকিট ক্রয় যাবে। কেউ স্টেশন থেকে দুবার আবার অনলাইন থেকে দুবার নিতে পারবে না। এ তথ্য স্টেশনের সহকারী ও অনলাইন উভয় জায়গায়ই থাকবে।