আলোচিতসারাদেশ

ছিনতাই চক্রে এসআই: পিস্তল, হাতকড়াসহ হাতেনাতে ধরল পুলিশ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্যবসায়ীকে আটকে ছিনতাইকালে ডেমরা থানার এক এসআইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার প্রভাকরদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার এসআইর কাছ থেকে সরকারি পিস্তল, হাতকড়াসহ ছিনতাইয়ের টাকা উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর বাগমারা এলাকার ময়েজ উদ্দিনের ছেলে ও ডেমরা থানার এসআই মোজাম্মেল হক, রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল, একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া এবং বিজয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী সজীব আড়াইহাজার থানায় মামলা করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিতে করে আড়াইহাজারের প্রভাকরদির বাড়িতে ফিরছিলেন। পথে সজীব তার মামা সবুজের সঙ্গে দেখা করতে প্রভাকরদি বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙাড়ির দোকানের সামনে কাশবনের মাঠে নামেন। সেখানে যাওয়া মাত্রই পুলিশের এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাদের ঘিরে ফেলেন। এ সময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন। এক পর্যায়ে মোজাম্মেলের সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদের পুলিশের কনস্টেবল পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখান এবং সজীবের কাছে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাদের হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনেহিঁচড়ে সামনের রাস্তায় নিয়ে আসেন এবং ধস্তাধস্তি করে একটি সিএনজিতে ওঠানোর চেষ্টা করেন। এ সময় সজীব ও রাসেল চিৎকার দিলে কিছু দূরেই টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে যান।

সেখানে মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় অজ্ঞাত এক আসামি পালিয়ে যান। আসামিদের কাছ থেকে পুলিশ আট রাউন্ড গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল (সিরিয়াল নম্বর টি-১০৬৮৮৬৯), এক জোড়া কালো রঙের হাতকড়া এবং ছিনতাই করা টাকা উদ্ধার করে।

এদিকে গ্রেপ্তার মোজাম্মেল হক ঢাকার ডেমরা থানার এসআই বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি শফিকুর রহমান। তবে গ্রেপ্তার অপর তিনজন তার থানার কনস্টেবল নন বলে জানান তিনি।

আড়াইহাজার থানায় মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে থানা পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইচক্রের সদস্য। ডেমরা থানার এসআই মোজাম্মেল হকও এই চক্রের একজন হোতা। পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে ‍পুলিশ।

আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম ঘটনা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, তাদের নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবে।

এএসআই নুরে আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আপনারা ওসি স্যারের সঙ্গে কথা বলেন।’

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জ ডিবির ওসি নজরুল ইসলাম।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button