গাজীপুর
কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত এক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের নাগদা এলাকায় কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আজিজুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল শেরপুরের শ্রীবদী উপজেলার রানী শিমুল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। আজিজুল লেগুনা চালকের সহকারি (হেলপার) হিসেবে কাজ করত।
জিএমপি’র পুবাইল থানার এসআই শরিফুল ইসলাম জানান, সকালে ঢাকা বাইপাস সড়কের নাগদা এলাকায় কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকাল সোয়া ৭টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।