আন্তর্জাতিক

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কি কারণে এ হামলা তা এখন পর্যন্ত জানাতে পারেনি হামবুর্গ পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হামবুর্গ পুলিশ বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কের পাশের যিহোবার সাক্ষী মিটিং হলে এ হামলার ঘটনাটি ঘটে।

এদিকে জার্মান মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যে ছয় বা সাতজন নিহত হয়েছেন তাদের মধ্যে হামলাকারী রয়েছেন কি-না তা স্পষ্ট নয়।

এ ব্যাপারে পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ভবনটিতে গুলি চালানো হয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। সেখানে যাওয়ার পর বন্দুকের গুলিতে হতাহতদের দেখতে পান তারা। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা ভবনের উপরের অংশ থেকে গুলির শব্দ শুনে সেখানে ছুটে যায়। সেখানে পৌঁছানোর পর একজন ব্যক্তিকে খুঁজে পায় তারা। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইঙ্গিত নেই যে কোনো অপরাধী পালিয়ে গেছে।’

হোলগার ভেহরেন বলেন, ‘আমরা জানি যে এখানে বেশ কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

এ ব্যাপারে হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোট টুইটারে জানান, পুলিশের বিশেষ বাহিনী এবং বিপুল সংখ্যক কর্মকর্তা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button