টঙ্গীতে সাংবাদিককে হত্যার হুমকি, কাউন্সিলরের বিরুদ্ধে জিডি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সংবাদ প্রকাশের জেরে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ দুই জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মহিন উদ্দিন রিপন।
সোমবার (০৬ মার্চ) বিকেলে জিএমপি’র টঙ্গী পূর্ব থানায় এ জিডি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি এলাকার শ্রাবণ আহম্মেদ সুমন এবং ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু।
ভুক্তভোগী সাংবাদিক মহিন উদ্দিন রিপন গ্লোবাল টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার টঙ্গী প্রতিনিধি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সংবাদ প্রকাশের জেরে শ্রাবণ আহম্মেদ সুমন ও ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু মোবাইল ফোনে মহিন উদ্দিন রিপনকে খুন, জখম, হত্যা এবং মিথ্যা মামলা দেয়ার হুমকি দিয়েছে। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানহানিকর তথ্য প্রচার করছে সাংবাদিক মহিন উদ্দিন রিপনের বিরুদ্ধে।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।