কালীগঞ্জে তুলাবাহী ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের কামারবাড়ি এলাকায় তুলাবাহী ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।
বোরবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম রাব্বিউল ইসলাম (২৬)। তিনি বরিশালের বানারীপাড়া থানার মাদার কাঠি এলাকার জব্বার খাঁনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরবার বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জের কামারবাড়ি নামক স্থানে তুলা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশার। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রাব্বি-উল ইসলামের মৃত্যু হয়। তুলা বোঝাই ট্রাকটি টঙ্গীগামী এবং অটোরিকশাটি কালীগঞ্জের দিকে যাচ্ছিলো।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।