গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার রাতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিস্ফোরণে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। বর্তমানে ৫ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আহত মো. সালাউদ্দিন ভাটিয়ারির বিএসবি হাসপাতালে মারা গেছেন। তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে।’
চমেক হাসপাতালের তথ্যকেন্দ্র জানায়, নিহতরা হলেন- শামছুল আলম, ফরিদ, রতন লখরেট, মো. শহীদ এবং মো. কাদের।
তথ্যকেন্দ্র আরও জানায়, হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।