দলে হাইব্রিড ঢুকে গেছে, দলকে রক্ষা করতে হবে: ওবায়দুল কাদের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে হাইব্রিড ঢুকে গেছে, এদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে।
শনিবার (৪ মার্চ) বিকেলে কাজীর দেউরীতে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেতুমন্ত্রী।
সদ্য প্রয়াত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদের স্মরণে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সদ্য প্রয়াত জননেতা মোসলেম উদ্দীন দলের ভিতরে ঢুকে পড়া হাইব্রিডদের নিয়ে ভাবতেন। আমি চাই এই হাইব্রিডদের কাছে দল কখনো যাতে আত্মসমর্পণ না করে। দলের ঐক্য আমাদের একমাত্র ভিত্তি। এই ঐক্য প্রতিষ্ঠায় পারস্পারিক ভুল বোঝাবোঝি পরিহার করতে হবে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমাদের বিরুদ্ধে একটি চরম অপশক্তি দাড়িয়ে আছে, যারা বাংলাদেশকে ও বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আরেকটি ’৭১ ছাড়া আর কোনো পথ নেই।’
প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন চৌধুরী বলেন, মোসলেম উদ্দীন দলের ভেতর একটি আদর্শিক শৃঙ্খলা রচনা করেছেন। এর ভিত্তিতেই দলকে সুসংগঠিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ বিপর্জয়ের মধ্যে কোন ক্ষেত্রেই ব্যর্থ নয়। আমাদের সঙ্গে যারা অন্য দেশের বা প্রতিবেশী দেশের সঙ্গে লনা করেন তারা জানেন না আমরা অনেক মানবিক উন্নয়নের সুচকে এগিয়ে আছি। অবশ্যই আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। গণতান্ত্রিকভাবে আগামীতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। এখানে কে আসলো কে আসলো না সেটা বড় কথা নয়, সংবিধান রক্ষা করাটাই বড় কথা।’
বিশেষ অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘ভূমির অধিকার প্রত্যেকেরই থাকবে। ভূমির প্রতি রাষ্ট্রীয় অঙ্গীকার আছে, শৃঙ্খলা আছে। একটি দুবৃর্ত্ত চক্র এই শৃঙ্খলা ভঙ্গ করছেন। এমনকি নদী ও খাল দখলসহ যে অপকর্মগুলো হচ্ছে, তাদের দলগত পরিচয় আমি চাই না। তারা অপরাধী তাদের বিচারের আওতায় আনা হবে।’
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহাতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদের এই স্মরণানুষ্ঠানে যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তাদের সঙ্গে কর্মের মিল থাকতে হবে। এই কর্মের মিল না থাকলে দেশ ও জাতি বঞ্চিত হবে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দীন নদভী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।