কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে ডেইলি মেইল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ছাপা পত্রিকার পাঠক কমে যাচ্ছে। বেড়েছে কাগজের দাম। এ কারণে ধুঁকছে ব্রিটিশ দৈনিক ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল। অস্তিত্ব টিকিয়ে রাখতে কয়েকজন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।
ডেইলি মেইল সম্পাদক টেড ভেরাইটি জানান, এ সিদ্ধান্ত একযোগে ডেইলি মেইল এবং এর অঙ্গপ্রতিষ্ঠান মেইল অন সানডে ও মেইল অনলাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পত্রিকাটির এমন সিদ্ধান্তে মেইল অন সানডের কর্মীরা সবচেয়ে বেশি চাকরি হারাবে বলে মনে করা হচ্ছে। সম্পাদক জানিয়েছেন, স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন কলাম লেখক ও জ্যেষ্ঠ কর্মীদের স্বপদে বহাল রাখা হবে। তবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কর্মীরা এক্ষেত্রে বেশি ঝুঁকিতে বলে তিনি জানান।
এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বাধিক বিক্রীত মুদ্রিত দৈনিক পত্রিকা ডেইলি মেইল। প্রতিষ্ঠানটির প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, বর্তমানে প্রতিদিন গড়ে ৭ লাখ ৯৭ হাজার ৭০৪ কপি বিক্রি হয়। তবে গত বছরের একই সময়ের তুলনায় তা ১২ শতাংশ কম।
ডেইলি মেইল সম্পাদক টেড ভেরাইটি জানান, নিউজপেপারের বর্ধিত মূল্য সম্পূর্ণ পত্রিকা শিল্পকে হুমকির সম্মুখীন করেছে। ২০২২ সালে পত্রিকাটির মূল পরিচালনা প্রতিষ্ঠান ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট লর্ড রদারমেয়ারের ব্যক্তিমালিকানায় চলে আসে। বর্তমানে এটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
অবৈধ উপায়ে প্রতিবেদন করার অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছেন উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে প্রিন্স হ্যারি, এলটন জন ও ডোরিন লরেন্সের নাম উল্লেখযোগ্য। এ নিয়েও সমস্যায় আছে ডেইলি মেইল।