আলোচিত

ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপের দুর্নীতির নথিপত্র তলব দুদকের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বড় বড় সরকারি কাজ করা, বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচার এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের কথা বলা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক মোনায়েম হোসেন সই করা চিঠি এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ের দফতরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুদক সুত্রে এসব তথ্য জানা গেছে।

তলবকৃত নথিপত্রের মধ্যে রয়েছে- তমা গ্রুপ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড থেকে যে ঋণ মঞ্জুর করা হয়েছে সেই সংক্রান্ত মঞ্জুরিপত্র।

ঋণ অনুমোদনের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট, চার্জ ডকুমেন্টের ফটোকপি, মর্টগেজ ও স্থাবর/অস্থাবর সম্পদের ভ্যালুয়েশন সংক্রান্ত তথ্যাদি এবং আইনগত মতামত ও গ্রহীতা কর্তৃক মজুরিপত্রের গ্রহণযোগ্যতা সংক্রান্ত কপি।

অন্যদিকে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অধীনে ২০১৮ সালের আগে তমা গ্রুপ তথা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তমা কন্ট্রাকশন অ্যান্ড কোম্পানির সব টেন্ডার ও কার্যাদেশ প্রাপ্ত হয়েছে তার তালিকাসহ বিবরণ পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে- প্রকল্প প্রাকশন, অর্থ বরাদ্দপত্র দরপত্র বিজ্ঞপ্তি, ঠিকাদার কর্তৃক দাখিলকৃত দর প্রস্তাব, দরপত্র উন্মুক্তকরন শিট, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড, কার্যাদেশ, চুক্তি, পরিমাপ বহি, চূড়ান্ত বিল ভাউচার-চেক ইত্যাদি যাবতীয় রেকর্ডপত্র।

এছাড়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করতে অনুরোধ করেছে দুদক টিম।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button