আন্তর্জাতিক

দুবাইয়ে গণপরিবহন ব্যবহার বেড়েছে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুবাইয়ের গণপরিবহনে গত বছর ৬২ কোটিরও বেশি যাত্রী চলাচল করেছে। শহরটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) জানিয়েছে, বাহনের মধ্যে মেট্রো, ট্রাম, পাবলিক বাস, সামুদ্রিক পরিবহন (অবরা, ফেরি, ওয়াটার ট্যাক্সি, ওয়াটার বাস), ভাড়ায় চালিত কার, বাস ও ট্যাক্সি অন্তর্ভুক্ত রয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে যাত্রীর সংখ্যা তার আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। ২০২১ সালে যাত্রী সংখ্যা ছিল ৪৬ কোটির বেশি। গণপরিবহনে গত বছর দৈনিক ১ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছে। আর তার আগের বছর দৈনিক চলাচল করেছিল ১ কোটি ৩০ লাখ।

আরটিএর মহাপরিচালক ও এক্সিকিউটিভ ডিরেক্টরস বোর্ডের চেয়ারম্যান মাত্তার আল তায়ের গণপরিবহনে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, দুবাইয়ে গণপরিবহনে সবচেয়ে বেশি যাত্রী বেড়েছে মেট্রোতে। ২০২১ সালের তুলনায় মেট্রোতে ৩ শতাংশ ও সামুদ্রিক পরিবহনে ১ শতাংশ যাত্রী বেড়েছে।

এটি ভালো দিক যে জনগণ গণপরিবহনে ফিরে আসছে এবং সেবাদানকারী যান ও চালকের সংখ্যা বাড়ছে। পাবলিক বাসে ২৫ শতাংশ ও সামুদ্রিক পরিবহনে ৩ শতাংশ যাত্রী চলাচল করছে।

গত মার্চে সর্বোচ্চ ৬ কোটি ২০ লাখ যাত্রী গণপরিবহনে চলাচল করেছে। আর ডিসেম্বরে চলাচল করেছিল ৫ কোটি ৭০ লাখ। অন্য মাসগুলোয় যাত্রী সংখ্যা ৪ কোটি ৬০ লাখ থেকে ৫ কোটি ৭০ লাখ ছিল।

এছাড়া ট্রিপ সংখ্যার হিসাবে অক্টোবর ছিল ব্যস্ততম মাস। সে মাসে ১ কোটি ১৯ লাখ ট্রিপ রেকর্ড করা হয়েছে। তার আগে মার্চের ট্রিপ সংখ্যা ছিল ১ কোটি ১৮ লাখ। অন্যান্য মাসে ট্রিপ সংখ্যা ছিল ৯০ লাখ ৭০ হাজার থেকে থেকে ১ কোটি ১৬ লাখ।

আরটিএ জানিয়েছে, ২০২৩ সালের শুরুতে ২১ লাখ ৬৬ হাজার ৮২১ যাত্রী গণপরিবহন ব্যবহার করেছে। সংখ্যাগুলো এটি প্রমাণ করে, দুবাইয়ের বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে গণপরিবহনে চলাচল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button