মেসিই হলেন ‘ফিফা দ্য বেস্ট’
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : গুঞ্জনটাই সত্য হলো। লিওনেল মেসির হাতে উঠল ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড। সোমবার দুই ফরাসি প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন আর্জেন্টাইন খুদেরাজ। ১৪ বছরে সপ্তমবার এই ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন মেসি।
গেল বছর ক্যারিয়ার সেরা সাফল্য পেয়েছেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। মধ্যপ্রাচের দেশ কাতারে জিতেছেন বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা। তখন থেকেই শোনা যাচ্ছিল, আরও একবার ফিফা দ্য বেস্ট হতে চলেছেন তিনি। শেষতক সেটাই হলো।
ভোটিংয়ে ৫২ পয়েন্ট পেয়েছেন মেসি। এমবাপ্পে পেয়েছেন ৪৪ ও বেনজেমা ৩৪। পুরস্কার বুঝে নেওয়ার পর মেসি বলেছেন, ‘বাহ, এটা আশ্চর্যজনক। দুর্দান্ত একটি বছর পার করেছি। এই পুরস্কারটি জিততে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’
আর্জেন্টাইন খুদেরাজ যোগ করেন, ‘আমার সতীর্থরা (পাশে) না থাকলে আমি এখানে থাকতে পারতাম না। আমি যে স্বপ্নটি এতদিন ধরে দেখেছি তা অর্জন করেছি। খুব কম লোকই এটা অর্জন করতে পারে এবং আমি ভাগ্যবান বলেই এটা করতে পেরেছি।’