খেলাধুলা

মেসির ৭০০তম গোলের রাতে পিএসজির বড় জয়

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : চোটে পড়ে ছিটকে যাওয়া নেইমার জুনিয়র না থাকায় মার্শেইয়ের বিপক্ষে শীর্ষে থাকার লড়াইয়ে কিছু চিন্তায় পড়ে ছিল পিএসজি। তবে দুই তারকা ফুটবলার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে মাঠে নেইমারের অভাব বুঝতে দেননি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগের শীর্ষস্থান আরও পোক্ত করেছে পিএসজি। মার্সেইকে ৩-০ গোলে হারানোর দিনে এমবাপে দুটি আর মেসি করেছেন একটি গোল।

আর মজার বিষয় হলো এ দিন মেসির পাস থেকে গোল করেছেন এমবাপ্পে। আবার এমবাপ্পের পাস থেকে গোল করলেন মেসি। এ ম্যাচে করা গোলের মাধ্যমে মেসি ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৭০০তম গোল। এর মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি, পিএসজির হয়ে ২৮টি।

ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুসারে, শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ ক্যারিয়ার গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্লাব ক্যারিয়ারে ৯৫৭ ম্যাচে যার গোল ৭০৯ টি। তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেল ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button