আলোচিতজাতীয়

৪৫ বছর পর ঢাকায় আবার চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আবারো দূতাবাস চালু করছে আর্জেন্টিনা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বনানীতে এর কার্যক্রম শুরু হবে।

বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে দূতাবাসের উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরো।

রোববার (২৬ ফেব্রুয়ারি) টুইটারে দেওয়া পোস্টে কাফিরো নিজেই এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজাও বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিরো সোমবার আসবেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর। দূতাবাস উদ্বোধন শেষে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। সে সময় ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে সেটি বন্ধ হয়ে যায়।

গতবছর বিশ্বকাপ ফুটবল চলাকালে ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয় আর্জেন্টিনা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করে দেশটি। ফুটবল উন্মাদনার মধ্যেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তার আর্জেন্টাইন সমকক্ষ।

ওই সময় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক কৌশল উন্নয়নের অংশ হিসেবে রপ্তানি গন্তব্য বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কাফিরো।

২০২১ সালে বাংলাদেশে রেকর্ড ৮৭ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করে আর্জেন্টিনা। এর মধ্যে রয়েছে সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গম। বিপরীতে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় গেছে এক কোটি ৪০ লাখ ডলারের পণ্যসামগ্রী।

বাণিজ্য সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলোর পাশাপাশি ফুটবলে সহযোগিতার বিষয়টিও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরের আলোচ্যসূচিতে থাকার কথা রয়েছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদলও বাংলাদেশে আসছে। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সান্তিয়েগো কাফিরোর বৈঠকের কথা রয়েছে। এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পরির্দশন করবেন তিনি। সেখানে শিশুদের একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করার কথা রয়েছে তার।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button