গাজীপুরে ছুরিকাঘাতে নারী পোশাক শ্রমিকের মৃত্যু, আটক ১
বিশেষ প্রতিনিধি : মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে তাছলিমা আক্তার তমা (১৭) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ফয়সাল (২৬) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তার টায়ার গলিতে এ ঘটনা ঘটে।
নিহত তাছলিমা আক্তার তমা নিলফামারীর সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। তিনি চান্দনা পশ্চিমপাড়া ভাড়া বাসায়া বসবাস করে চান্দনা চৌরাস্তারর টিএম ফ্যাশন গার্মেন্টের সহকারী কাটার অপারেটর হিসেবে চাকরি করতেন।
আটক ফয়সাল চান্দনা চৌরাস্তার শহীদুল্লাহর ছেলে। সে ছিনতাইকারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টস ছুটির পর বাসায় যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পরে তাছলিমা। এক পর্যায়ে ছিনতাইকারী তাছলিমাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় তিনি। সে সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ফয়সাল নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়রা আহত তাছলিমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার জাহান বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়। প্রেম ঘটিত কারণে ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।