দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগে নিবন্ধন শুরু, সুযোগ পাবেন ৭৫০০
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগে অনলাইন নিবন্ধন বা রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা।
গত ১৬ ফেব্রুয়ারি বোয়েসেল নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোরীয় ভাষা পারদর্শী বাংলাদেশিদের ইপিএসের (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) আওতায় কর্মী নেবে কোরিয়া।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিএসের আওতায় ই-৯ ভিসায় স্বল্প খরচে উচ্চ বেতনে 3D(dirty, difficult, dangerous) কাজে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন আবশ্যক। চলতি বছরের নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে কোরীয় ভাষায় পারদর্শীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
দক্ষিণ কোরিয়ায় শিল্পখাতে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি কর্মী সরকারিভাবে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত বছরের শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ বাংলাদেশি কর্মী কোরিয়ায় যাওয়া সুযোগ পেয়েছেন। এ বছর এই সংখ্যা আরও বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেছেন, চলতি বছর প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মীকে কৃষি ভিসায় পাঠাতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ চলছে।
কর্মনিষ্ঠা, সততা ও নিয়মানুবর্তিতার কারণে বাংলাদেশের কর্মীরা এখন দক্ষিণ কোরিয়াতে জনপ্রিয়তার শীর্ষে। তাই দেশটিতে বাংলাদেশের কর্মীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। গত বছরগুলোতে লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ ছিল। বর্তমানে লটারির পাশাপাশি শুধু কোরিয়ান ভাষা জানা থাকলে নামমাত্র খরচে লটারি ছাড়াই কোরিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে দেশটিতে যেতে পারবেন।
দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার।
কোরীয় ভাষায় পারদর্শীদের জন্য বোয়েসেল নিবন্ধন ওয়েবসাইটে যেতে হবে
ব্যক্তিভিত্তিক পরীক্ষার সময় সূচি ঘোষণা: ২৭ মার্চ, ২০২৩
ইপিএস টপিক নিবন্ধন: ৩ এপ্রিল থেকে ১ জুন ২০২৩
ইপিএস টপিক ফল প্রকাশ: ১৬ জুন ২০২৩
পরীক্ষা শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ। এ ছাড়া আগের মতো স্কিল টেস্ট পৃথকভাবে অনুষ্ঠিত হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতিসহ বিষয়টি বহুল প্রচারের আহ্বান জানিয়েছেন বোয়েসেল কর্তৃপক্ষ।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
পাসপোর্ট: মেয়াদ হালনাগাদ থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩৯ বছর
E-9 ভিসায় Dirty Difficult Dangerous (3D) কাজ করার আগ্রহ থাকতে হবে;
কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে
মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত এবং ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি। যাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোন সমস্যা নেই।
যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি থাকেনি।
বোয়েসেল (BOESL) পেমেন্ট করবেন কিভাবে
অ্যাপ দিয়ে যেভাবে পেমেন্ট বিকাশ করবেন-
বিকাশ অ্যাপ থেকে আরো দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন।
ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন।
আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান।
আপনার পেমেন্টের তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান।
আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন।
পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।
পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবেন।
ছবির সাইজ: ৩০০ রেজুলেশন, wide:270, Hight: 347.14 KB.JPGE
পাসপোর্ট: 600X403 Pixel, 60 KB, JPGE
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গতবার যারা ২০২০ এবং ২০২২ সালে লটারি পেয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি তারাও থ্রিডি সার্কুলারে অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া যারা কোরিয়ার ভাষা শিখেছেন তারাও আবেদন করতে পারবেন। লটারি বা ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে কেউ অনুত্তীর্ণ হয়ে থাকলে সেও আবেদন করতে পারবে।