গাজীপুর

গাজীপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্মেলনের ৮ মাস পর গাজীপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি এবং ১৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ”বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র নির্দেশক্রমে গাজীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। নব-নির্বাচিত কমিটির সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গাজীপুর জেলা আওয়ামী লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নৃেতত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামে জনগণকে সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ করতে নতুন নেতৃত্ব যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে।”

এর আগে, দীর্ঘ ১৯ বছর পর গত ১৯ মে (বৃহস্পতিবার) বিকেলে ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথমে জেলা আওয়ামী লীগের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসিবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের (এমপি) নাম ঘোষণা করেন।

নতুন ঘোষিত ৭৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির মধ্যে সহ-সভাপতি করা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজন করে।

সহ-সভাপতি হয়েছেন, এস এম নজরুল ইসলাম, ডা. আব্দুল কাদের, এড. হারিজ উদ্দিন, মোঃ শাফি উদ্দিন মোড়ল, কাজী মোশারফ হোসেন বাবুল, আলহাজ্ব এড. আমানত হোসেন খান, মোঃ মোশারফ হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এড রফিক উদ্দিন, মোঃ আমির হামজা ও অজিত কুমার সাহা।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে- মোঃ জামিল হাসান দূর্জয়, এড. আশরাফী মেহেদী ও মোঃ মোশারফ সিকদার।

আইন বিষয়ক সম্পাদক এড. সুদীপ কুমার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. মাকসুদুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, দফতর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দেলু, ধর্ম বিষয়ক সম্পাদক এড. আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তার উজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ লুৎফুন্নাহার মেজবাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফকির, যুব ও ক্রীড়া সম্পাদক এড. মকবুল হোসেন কাজল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ অধ্যাপক হাকিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, শ্রম সম্পাদক মোসাঃ তসলিমা রহমান লাভলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল জলিল এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সিরাজ দুলাল।

তিন সাংগঠনিক সম্পাদক হচ্ছেন যথাক্রমে- মোঃ রেজাউল করিম লক্ষর মিঠু, মোঃ আকবর আলী এবং এড. বারিউল সিদ্দিক।

উপ-দফতর সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুল কবির।

সদস্যরা হলেন– সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, মোঃ আখতারুজ্জামান, মোঃ মোতাহার হোসেন মোল্লা, মোঃ আকবর আলী চৌধুরী, রোমানা আলী তুসী এমপি, মোঃ আজগর রশিদ খান, বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ, মোঃ আব্দুল গণি ভূঁইয়া, মোঃ মুরাদ কবির, মোঃ হুমায়ুন কবির হিমু, মোঃ রেজাউল করিম রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মোঃ আনিছুর রহমান, এড. রীণা পারভীন, এড. বেলায়েত হোসেন, মোঃ শাহাদত হোসেন, মোঃ মিজানুর রহমান প্রধান, মোঃ জহিরুল ইসলাম, এড. শাহ আলম সরকার, মোঃ মাহতাব উদ্দিন, মোঃ বাতেন সরকার, মোঃ আব্দুল লতিফ শেখ, মোঃ নুরুল হক আকন্দ, মোঃ মাজহারুল ইসলাম সেলিম, এড. হারুন অর রশিদ ফরিদ, মোঃ মোশারফ হোসেন জয়, মোঃ আয়্যুব হাসান ভূঁইয়া, আবু বকর , মোঃ জহিরুল ইসলাম জয়, মোঃ আব্দুল মজিদ দরজী, মোঃ সোহেল রানা, শর্মিলা রোজারিও, এড. ফরিদ আহমেদ, মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া ও মোঃ হাবিবুর রহমান।

নতুন উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন, এড. আলাউদ্দিন হোসেন, ড. মান্নান আকন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, মোঃ মাহবুবুল আলম খান বেনু, কে বি এম মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, খন্দকার শাহাব উদ্দিন, প্রকৌশলী শরিফ হোসেন ঢালী, আশিষ সৈকত, মোঃ কবির মাস্টার, ব্যারিস্টার ওয়ায়েস হারুনী, মোঃ জুলহাস মাস্টার, এড. নূরুল আমীন, মোঃ আবুল কালাম আজাদ বাদল, মোঃ আব্দুর রাজ্জাক, এড. রফিক উদ্দিন, ইঞ্জি. মোহাম্মদ হামিদুল হক, এড. শাহজাহান এবং মোঃ মান্নান শরীফ।

 

আরো জানতে….

বারও গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল, সম্পাদক ইকবাল

 

 

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button