চীনা কর্মীর বিরুদ্ধে তথ্য চুরি অভিযোগ চিপ কোম্পানির
গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাবেক চীনা কর্মচারীর বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনেছে কম্পিউটার চিপ সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসএমএল। চীন-মার্কিন প্রযুক্তি লড়াইয়ের ভেতর এই তথ্য নতুন উত্তেজনা তৈরি করবে বলে ভাবা হচ্ছে। খবর বিবিসি।
এরই মধ্যে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে ডাচ সংস্থাটি।
এএসএমএল বৈশ্বিক মাইক্রোচিপ সরবরাহে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। তাদের তৈরি যন্ত্র থেকে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে উন্নত চিপ।
মোবাইল ফোন থেকে সামরিক হার্ডওয়্যার পর্যন্ত হাল প্রযুক্তির সবকিছুতে চিপস বা সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়। এ খাতে বাজার দখল নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
এএসএমএলের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়, আমাদের সাবেক একজন চীনা কর্মচারী প্রযুক্তি সম্পর্কিত তথ্যের অননুমোদিত ব্যবহার করেছে। এ ঘটনার ফলে রফতানি সংক্রান্ত কিছু নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘন হতে পারে। আমরা এই ঘটনার আলোকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।
অবশ্য ওই কর্মচারী বা প্রযুক্তি সম্পর্কে বিশদভাবে জানায়নি এএসএমএল।
এর আগে ২০২১ সালে চীনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক স্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তোলে চিপ কোম্পানিটি। তখন চীনা সেমিকন্ডাক্টর সরঞ্জাম ও সফটওয়্যার নির্মাতা ডংফ্যাং জিংইয়ুয়ান ইলেক্ট্রন ওই অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি সেমিকন্ডাক্টর শিল্পের প্রধান কোম্পানিগুলো চীনে রফতানির ক্ষেত্রে নিয়ন্ত্রণের মুখে পড়েছে।
গত অক্টোবরে ওয়াশিংটন নতুন নিয়ম জারি করে, মার্কিন সরঞ্জাম বা সফটওয়্যার ব্যবহার করে চীনে চিপ রফতানি করে এমন সংস্থাগুলোর লাইসেন্সের প্রয়োজন হবে। বিশ্বের যেখানেই তৈরি করা হোক না কেন এ নিয়ম প্রযোজ্য।
নেদারল্যান্ডস ও জাপানকে এ ধরনের বিধিনিষেধ আরোপের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০১৯ সালের ডাচ সরকারের জারি করা নিয়মের কারণে এএসএমএল চীনের কাছে তাদের সর্বশেষ লিথোগ্রাফি মেশিন বিক্রি করতে পারে না।