কালীগঞ্জে দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে দুই কর্মচারীকে পিটিয়েছে যুবদল নেতা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের ‘মূলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসা’ থেকে ছেলের বই আনতে গিয়ে বাকবিতণ্ডার জের ধরে দলবল নিয়ে দুই কর্মচারীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলো, মাদ্রাসায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলন আকন্দ (২৮) এবং আব্দুল্লাহ আল মামুন (২৭)।
অভিযুক্ত যুবদল নেতা দেওপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে নেছার উদ্দিন। তার ছেলে ওই মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র ইমরান (১১)। নেছার উদ্দিন পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদ্রাসায় উপস্থিত ছাত্রদের মধ্যে পাঠ্যবই বই বিতরণ করা হয়। পরে নিয়মিত ক্লাস চলছিল। দুপুর ১২টার দিকে নেছার উদ্দিন তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গিয়ে বই দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। সে সময় উপস্থিত মাদ্রাসার সুপার, শ্রেণী শিক্ষক ও দুই কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে নেছার উদ্দিনকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন মাদ্রাসা সুপার ও শিক্ষকরা। একপর্যায়ে সে মাদ্রাসা সুপারসহ সকলে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এর কিছু সময় পর নেছার উদ্দিন অজ্ঞাত আরো ৫-৬ জন যুবককে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ মাদ্রাসায় যায়। সে সময় মাদ্রাসার মাঠে থাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলন আকন্দ ও আব্দুল্লাহ আল মামুনের উপর তারা অতর্কিত হামলা করে। সে সময় তাদের পিটুনিতে ওই দুই কর্মচারী আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে মাদ্রাসার সুপার ও অন্য শিক্ষকরা এগিয়ে আসলে দলবল নিয়ে পালিয়ে যায় নেছার উদ্দিন।
সত্যতা নিশ্চিত করে মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম বলেন, নেছার উদ্দিনকে অনুরোধ করা হয়েছিল তার ছেলেকে আগামীকাল ক্লাসে উপস্থিত হয়ে বই নেয়ার জন্য। সে সময় তার ছেলেকে নিয়ে তাকে বাড়ি চলে যেতে অনুরোধ করা হলেও তিনি অনুরোধ শুনেনি। কিন্তু তিনি বই দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং বাকবিতণ্ডা হয়। পরে আমাদের দেখে নেয়ার হুমকি দেন তিনি। এর কিছু সময় পর লাঠি-সোটা, দা ও ছেনসহ দলবল নিয়ে তিনি মাদ্রাসায় এসে দুই কর্মচারীর উপরে হামলা চালায় এবং পিটিয়ে তাদের আহত করে। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত যুবদল নেতা নেছার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) অভিজিৎ দাস বলেন, দুপুরে আহত দুই কর্মচারীকে হাসপাতালে নিয়ে আসে মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।