পাসপোর্ট নবায়ন করতে গিয়ে আফরোজা আক্তার জানলেন তিনি আছেন জেদ্দায়!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দিনাজপুরে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে এক নারী জানতে পেরেছেন ‘নবায়ন করা পাসপোর্টেই’ তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন!
আফরোজা আক্তার দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের ঈদগাঁহ আবাসিক এলাকার মজিবর রহমানের স্ত্রী। তিনি এবার হজে যাওয়ার জন্য নামও রেজিস্ট্রেশন করেছেন।
তার ছেলে দিনাজপুর জেলা পরিষদের সদস্য আসফাক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, গত বছরের ২৪ জানুয়ারি তার মায়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়। এ বছর হজে যেতে পাসপোর্টটি নবায়নের জন্য রোববার দিনাজপুর আঞ্চলিক অফিসে যান।
আবেদন জমা দেওয়ার পর ছবি তোলা ও ফিংগারপ্রিন্ট দেওয়ার জন্য গেলে কর্মকর্তারা আফরোজা আক্তারকে জানান, তার পাসপোর্ট আগেই নবায়ন হয়েছে এবং সেটা হয়েছে সৌদি আরবের জেদ্দা থেকে।
আসফাক জানান, ওই পাসপোর্ট নিয়ে তার মা দুবার ভারতে গেছেন চিকিৎসার জন্য; কিন্তু কখনো সৌদি আরবে যাননি।
আসফাক বলেন, তিনি অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছেন- এনআইডি, ঠিকানা, স্বাক্ষর জাল করে তার মায়ের ছবি ব্যবহার করেই গত বছরের ২২ অগাস্ট পাসপোর্ট নবায়ন করা হয়েছে। সৌদি আরবের জেদ্দা মিশনের মাধ্যমে ওই পাসপোর্ট নবায়ন করে ই পাসপোর্ট নিয়েছেন অন্য কোনো নারী। সেই ই-পাসপোর্টের মেয়াদ আছে ২০২৬ সালের ২১ অগাস্ট পর্যন্ত।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজিজুল হক খান সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঢাকায় প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে যেরকম নির্দেশনা দেবে, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে।
কীভাবে এমন ঘটল– এমন প্রশ্নে সহকারী পরিচালক সংবাদ মাধ্যমকে বলেন, “সমস্যা থাকলে তার সমাধানও আছে। বিষয়টি ঢাকায় প্রধান কার্যালয়ে জানানো হয়েছে।”