আলোচিত

আইএমএফের ঋণ পেতে চুক্তিতে পৌঁছাতে পারেনি পাকিস্তান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেল না পাকিস্তান। ঋণ দেওয়ার ব্যাপারে টানা ১০ দিন আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চললেও পাকিস্তান সরকার কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমের খবরে আরও জানা যায়,আইএমএফের কাছ থেকে ২০১৯ সালে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আবেদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তখন আইএমএফ এ ঋণ দিতে সম্মত হলেও পরবর্তীতে করোনা মহামারীর কারণে ঋণ বিতরণ থমকে যায়। এরই পরিপ্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি ১০ দিনের সফরে পাকিস্তানে আসে আইএমএফের একটি প্রতিনিধি দল।

এ ব্যাপারে পাকিস্তানের অর্থ সচিব হামেদ শেখ জানিয়েছেন, ঋণের পূর্বশর্ত পূরণ নিয়ে একটি চুক্তি আইএমএফের সঙ্গে হয়েছে। কিন্তু আরও কিছু শর্ত এখনো পূরণ করতে হবে।

৬ বিলিয়ন ডলার ঋণ পেতে আইএমএফের শর্ত অনুযায়ী পাকিস্তান সরকারকে সব সেক্টরে কর বৃদ্ধি করতে হবে। এর পাশপাপাশি জ্বালানিতে ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে। তবে এসব শর্তকে ‘অভাবনীয়’ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কারণ শর্ত মানলে দেশটিতে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যা তাঁর জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।

অন্যদিকে সময়মত ঋণ না পাওয়া গেলে পাকিস্তানের অর্থনীতে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। কারণ বৈদশিক রিজার্ভ নিয়ে সতর্কতা জারি করে বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদশিক মুদ্রার রিজার্ভ ২ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button