তুরস্কে পৌঁছেছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, তুরস্কে উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে আদানা এয়ারপোর্টে পৌঁছেছে।
সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরের আদিয়ামানের উদ্দেশে রওনা হয়েছেন।
এর আগে গত বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তাসহ ১২ সদস্যের বিশেষজ্ঞ দল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
তিনি জানান, টিমের সব সদস্য ভূমিকম্পে উদ্ধার অভিযান বিষয়ে প্রশিক্ষিত। তারা নিজেদের সঙ্গে কিছু হালকা সরঞ্জাম নিয়ে যাবেন।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।