Uncategorized

তুরস্কের পুঁজিবাজারেও ভূমিকম্প, ২৪ বছরে প্রথম বন্ধ হলো স্টক এক্সচেঞ্জের কার্যক্রম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় ইস্তানবুল স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্ধ করতে বাধ্য হয়েছে দেশটি। বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাঁচদিনের জন্য এক্সচেঞ্জ বন্ধ রাখার ঘোষণা দেয়। এর আগে ১৯৯৯ সালের ভূমিকম্পের পর পাঁচদিনের জন্য পুঁজিবাজারের কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।

সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। কমপক্ষে ১১ হাজার ৭০০ লোকের মৃত্যু হয়েছে। প্রচণ্ড শীতের মধ্যে গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ।

পুঁজিবাজার কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে ভূমিকম্পের বিপর্যয়ের পরে লেনদেনে অস্থিরতা বৃদ্ধি এবং শেয়ারের দামের উল্লেখযোগ্য পতন উল্লেখ করা হয়। বুধবার সকালে লেনদেন কার্যক্রম স্থগিত করার আগে পুঁজিবাজার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় বলেও এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, চলমান পরিস্থিতিতে কম লেনদেনের পরিমাণ বিবেচনা করে বাজারের কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। বর্তমান পরিস্থিতি কার্যকর মূলধন গঠনের অনুমতি দেয় না। এ অবস্থায় ৮ ফেব্রুয়ারি থেকে বাজারে সম্পাদিত সব লেনদেন বাতিল করা হচ্ছে। বাজারের কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে ১৯৯৯ সালের ভূমিকম্পে তুরস্কে ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সে সময় পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারের কার্যক্রম স্থগিত করা হয়।

তুরস্কের কয়েকজন রাজনীতিবিদ ভয়াবহ এ ভূমিকম্পের পর থেকে পরিচালিত সব লেনদেন বাতিল করার আহ্বান জানিয়েছেন। প্রধান বিরোধী দলের আইনপ্রণেতা মুরাত বাকান বলেন, ‘কার্যক্রম বন্ধ করা যথেষ্ট নয়। ভূমিকম্পের পর থেকে ইস্তানবুল স্টক এক্সচেঞ্জে সম্পাদিত সব লেনদেন বাতিল করা উচিত।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button