আলোচিত

ভালুকা থানার ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ভালুকা মডেল থানার ব্যারাক থেকে হুমায়ুন কবির (৪০) নামের এক এসআইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, ডিবির ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত হুমায়ুন টাঙ্গাইল মধুপুর থানার মালাউরি গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে। তিনি ভালুকা মডেল থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এসআই হুমায়ুন। পরে অন্য পুলিশ সদস্যরা তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা সংবাদ মাধ্যমকে জানান, নিহত হুমায়ুন কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ কামাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, হুমায়ূন কবির ২০০০ সনে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। এরপর পদন্নতি পেয়ে এএসআই পদে ভালুকা মডেল থানায় যোগদান করেন। কিছু দিন পর অন্যত্র বদলি হন। গত ছয় মাস আগে আবার ভালুকা মডেল থানায় যোগদান করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button