গাজীপুর

গাজীপুরে ’কৃষকের বাজার’ নিয়ে মতবিনিময়

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মধ্যস্বত্বভোগীর প্রভাবমুক্ত রেখে কৃষক থেকে সরসরি ভোক্তাদের কাছে নিরাপদ ও পুষ্টিকর বিক্রির জন্য পরীক্ষামূলকভাবে স্থাপিত ’কৃষকের বাজার’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর শহরের বরুদা এলাকার ইস্টভ্যালী পার্টি রেস্টুরেন্টে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এ সভার আয়োজনে করে।

অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা রাফসান জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দুইটি কৃষকের বাজার স্থাপন করা হয়েছে। এর একটি সিটির ৫৪ নং ওয়ার্ডে গত বছরের ৯ সেপ্টেম্বর এবং অপরটি ২৮নং ওয়ার্ডে একই বছরের ২৩ সেপ্টেম্বর। বাজার গুলোতে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করেন। এতে কোন মধ্যস্বত্বভোগীর স্থান নেই। গাজীপুর সিটি ছাড়াওা ঢাকা মহানগীর কয়েকটি ওয়ার্ডে চলছে কৃষকের বাজার। মুল প্রকল্প গত বছরের ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। এ প্রকল্প’র মেয়াদ হলো এ বছরের মে মাস পর্যন্ত।

গাজীপুর সদরের উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, পাজুলিয়া গ্রামের কৃষকগণ নিরাপদ সবজি চাষে প্রশিক্ষিত এবং তারা জৈবসার ও জৈব কীটনাশক ব্যবহারের মাধ্যমেই সবজি উৎপাদন করে থাকে। উপজেলা কৃষি অফিস থেকে তাদের নিয়মিত তদারকি করা হয়। এ বাজারগুলো আরো ১/২ বছর চলমান থাকলে, এগুলো টেকসই করা সহজ হবে।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, কৃষক ও ভোক্তা উভয়ের সুবিধা বিবেচনায় বাজারগুলোতে পণ্যের বৈচিত্রতা বৃদ্ধি, বাজার একদিনের স্থলে দুই দিন করা, যথাযথ মান নিশ্চিতকরণ, প্রয়োজনীয় প্রচারণা এবং স্থানীয় কাউন্সিলরদের সার্বিক তত্বাবধানের মাধ্যমে বাজারগুলো টেকসই করা প্রয়োজন।

বক্তারা আরো বলেন, এখনও অনেকেই বাজারগুলো সম্পর্কে অবগত নন। কাজেই বাজারের কার্যক্রম, পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা ইত্যাদি বিষয়ে আরো প্রচারণা প্রয়োজন। কৃষকের বাজার টেকসই করার কার্যক্রমটি এগিয়ে নেয়ার জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও বাজারের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। প্রতিটি ওয়ার্ডে কৃষকের বাজার গড়ে তোলা হলে সম্পূর্ণ নগরবাসীকে উপকৃত করা সম্ভব। কৃষকদের নিরাপদ চাষে আরো বেশি উৎসাহিত করে তুলতে হবে, তাহলে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ব্যবস্থাপক (ম্যানেজার) জিয়াউর রহমানের সঞ্চালনায় কৃষকের বাজার সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা রাফসান আহমেদ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button