ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্ক-সিরিয়া: দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু ৪৩০০ ছাড়াল
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল-সোমবার স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিট, বেশির ভাগ মানুষ তখনো ঘুমে… ঠিক এমন সময় মারাত্মক দুলোনিতে কেঁপে ওঠে সবকিছু। প্রায় মিনিটখানেকের প্রচ- শক্তিশালী কম্পনে ল-ভ- হয়ে যায় সবকিছু। বড় বড় ভবন ঠুনকো কাচের মতো ভেঙে পড়ে, মিশে যায় মাটির সঙ্গে। দুই দেশে নিহতের সংখ্যা ৪৩০০ জন ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকেপড়ায় আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। খবর বিবিসি, আল জাজিরা, সিএনএন ও তাসনিম নিউজ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভূমিকম্পের পর পরই উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে বের করে আনছেন একের পর এক মরদেহ। ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকারীরা ৪৩০০ এর অধিক মরদেহ উদ্ধার করেছেন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কে ২৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে, সিরিয়ায় ১,৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই বলেছেন, তুরস্কের ১০টি প্রদেশে ১৪ হাজার ৪৮২ জন আহত হয়েছেন এবং ৭ হাজার ৮৪০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ও অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন।
এদিকে, ভূমিকম্পে হতাহতদের স্মরণে সাতদিনে জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন।