রাশিফল

আশানুরূপ ফল পাবেন বৃষ, পরিশ্রমের ফল পাবেন না মিথুন

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ধার্মিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিকেলের পর পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেম শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সরকারি বিষয়ে আশানুরূপ ফল পাবেন। মানসিকভাবে যথেষ্ট সুস্থির থাকবেন। হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।

মিথুন: (২২মে – ২১ জুন)
পরিশ্রম অনুসারে ফল পাবেন না। তবে উৎসাহ উদ্দীপনায় কোনো ঘাটতি দেখা দেবে না। প্রেমে মানসিক অস্থিরতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমে আনন্দ বার্তা বয়ে আনবে। কর্মে সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা। পারিবারিক পরিবেশ বন্ধুত্বপূর্ণ হবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে রেস্তরায় খেতে যাওয়ার সম্ভাবনা। প্রেমে সফলতা। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রবাসী আত্মীয়ের থেকে সুখবর বিশেষ আনন্দ দেবে। প্রেমযোগ শুভ। কর্মযোগ মোটের উপর শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বিতর্কিত বিষয়ে মুখ বন্ধ রাখাই শ্রেয়। দিনটি ধার্মিক কাজ শান্তিপূর্ণ ভাবে কাটবে। প্রেমযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নতুন প্রকল্প শুরু করতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগে দিনটি ভালো। প্রেম নিয়ে অনুভূতিশীল হয়ে পড়তে পারেন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বিরক্তি ও আলস্য ঘিরে ধরতে পারে। প্রেম নিয়ে দোদুল্যমান মানসিকতা। ব্যবসায়ে মানসিক দৃঢ়তা বজায় থাকবে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ধার্মিক কাজে সামাজিকতার পরিচয় দিতে পারেন। সন্ধের পর সময়টিকে উপভোগ করবেন। প্রেমের সম্পর্কে উন্নতি।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ীদের জন্য দিনটি প্রতিশ্রুতি বহন করছে। আর্থিক লাভের আশা রাখতে পারেন। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করবেন। প্রেম যোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বন্ধুবান্ধবদের সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। দিনটির শেষে ভালো খাওয়াদাওয়া মেতে উঠবেন। প্রেম শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button