গাজীপুর

এমপি চুমকি’র নেতৃত্বে কালীগঞ্জে আওয়ামী লীগের বিশাল ‘আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির (এমপি) নেতৃত্বে কালীগঞ্জে এক বিশাল ‘আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্মার্ট বাংলাদেশের রূপকল্প প্রদর্শন করা হয়।

শনিবার (০৪ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া আনন্দ শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছে।

দলীয় দলীয় সূত্রে জানা গেছে, পঁচাত্তর ট্রাজেডির পর বিদেশে নির্বাসিত থাকা অবস্থায়ই আওয়ামী লীগের ত্রয়োদশ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা, তারপর দেশে ফিরে ধরেছিলেন দলের হাল। এরপর চার দশক ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলনে টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী পদে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এই দুই প্রাপ্তিতে শনিবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীগঞ্জে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছে।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া নেতা-কর্মীরা জানায়, মেহের আফরোজ চুমকির (এমপি) নেতৃত্বে শনিবার সকাল ১০টায় পূর্বাচলের শহীদ ময়েজ উদ্দিন চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে নাগরী, তুমুলিয়া, কালীগঞ্জ শহর হয়ে বাইপাস সড়ক দিয়ে দেওপাড়া হয়ে বাহাদুরসাদী, জামালপুর, সাওরাইদ, চরসিন্দুর ব্রিজ হয়ে মোক্তাপুর পৌঁছে মধ্যাহ্নভোজ করেন নেতা-কর্মীরা। পরে জাঙ্গালিয়া, বক্তারপুর হয়ে বিকেলে নাগরী পৌঁছে শেষ হবে শোভাযাত্রাটি।

শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনের বিভিন্ন ইউনিট ব্যানার নিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে। এছাড়াও বাজানো হয় নানান বাদ্যযন্ত্র। এতে নেচে-গেয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় ছোট-বড় জাতীয় পতাকা হাতে হাতে বহন করেছে নেতা-কর্মীরা। নিরাপত্তার দায়িত্বে ছিল কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দশমবার মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি। এতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৫ মিনিটে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির (এমপি) নেতৃত্ব পূর্বাচলের শহীদ ময়েজ উদ্দিন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরে গোটা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে বিকেলে সাড়ে ৪টার দিকে শোভাযাত্রটি নাগরী এলাকায় এসে শেষ হবে।

তিনি আরো বলেন, আনন্দ শোভাযাত্রায় কয়েক হাজার নেতা-কর্মী অংশ নিয়েছে। প্রায় ৭’শ মোটরসাইকেল, ২০০ টি প্রাইভেট গাড়ি এবং বেশকিছু পিকআপভ্যানে করে সকল নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নিয়েছে। শোভাযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্মার্ট বাংলাদেশের রূপকল্প প্রদর্শন করা হয়েছে।

 

আরো জানতে……..

দুই প্রাপ্তিতে শনিবার কালীগঞ্জে আওয়ামী লীগের বিশাল ‘আনন্দ শোভাযাত্রা’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button