মালয়েশিয়ায় বৈধ হতে ৫ দিনে আবেদন ৫০ হাজার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধ করার প্রথম ৫ দিনে ৫০ হাজার আবেদন জমা পড়েছে অভিবাসন বিভাগে। যা রিক্যালিব্রেশন প্রোগ্রামের ২.০ নামে এ প্রক্রিয়াকে তাদের প্রত্যাশার বাইরে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন প্রধান খায়রুল জাইমি দাউদ। তিনি জানান, অবৈধ কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া অতীতের তুলনায় এবারের উদ্যোগের সফলতা রয়েছে।
গত বছরের ২৭ জানুয়ারি শুরু হওয়া এই কর্মসূচি সম্পর্কে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন নাসুশন ইসমাইল জানান, দেশে বিদেশি কর্মীর চাহিদা পূরণে এই প্রোগ্রাম খুবই কার্যকর। কোম্পানির মালিকদের জন্যও এটি খুব চিপ (সস্তা)। কারণ তাদের এখন কর্মী নেওয়ার জন্য কোনো এজেন্সিকে বাড়তি খরচ দিতে হচ্ছে না।
জানা গেছে, যেসব বিদেশি কর্মীরা এখানে কাজ করছেন, কিন্তু সঠিক কাগজপত্র নেই। তারা নির্ধারত ফি জমা দিয়ে ১৮ থেকে ৪৯ বছরের যে কেউ এই সুবিধা নিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন অথবা দেশে ফিরতে পারবেন।
ব্লকলিস্টেড কর্মীরা অর্থাৎ যাদের বিরুদ্ধে ইমিগ্রেশনে অভিযোগ আছে এমন শ্রমিক ও ক্রিমিনাল রেকর্ড আছে এমন অভিবাসী ছাড়া যে কেউ এই রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে ৮টি (উৎপাদন, নির্মাণ, খনি ও খনন, নিরাপত্তা রক্ষী, সেবা, কৃষি, বাগান এবং গৃহকর্মী) খাতে আবেদন করতে পারবেন। আর এর জন্য ১৫টি ‘সোর্স কান্ট্রির’ কথা উল্লেখ করেছে মালয়েশিয়া। যার অন্যতম বাংলাদেশ।
প্রোগ্রামে সর্বনিম্ন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০০ রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। এর সঙ্গে মেডিকেল ও অন্যান্য ফি মিলিয়ে মোট খরচ হয় ৩ হাজার রিঙ্গিতের কাছাকাছি।
জানা গেছে, এ প্রক্রিয়াটি শেষ হতে মাত্র একদিন সময় লাগবে। এরপর কর্মীদের মেডিকেল টেস্ট যা পরিচালনা করবে ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমিমা)। গত ২৭ জানুয়ারি শুরু হওয়া ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম’ চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।