গাজীপুর

গাজীপুরে দুর্নীতির অভিযোগ চেয়ে এলাকায় প্রচার চালাচ্ছে দুদক, ৩০ জানুয়ারি গণশুনানি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদরে অবস্থিত সব সরকারি দপ্তরের দুর্নীতির অভিযোগ চেয়ে এলাকায় প্রচার চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে দুর্নীতি সংক্রান্ত অভিযোগপত্র জমা নিতে একাধিক বুথ খোলা হয়েছে। এ বিষয়ে আগামী ৩০ জানুয়ারি গণশুনানির আয়োজন করেছে দুদক।

সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর সদরে অবস্থিত বিভিন্ন সরকারি অফিসে জবাবদিহি, সততা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হচ্ছে। সে জন্য চাওয়া হচ্ছে সরকারি অফিসের দুর্নীতি, হয়রানির লিখিত ও তথ্যসহ অভিযোগ। এটি জানিয়ে মাইকিং করে প্রচার চালাচ্ছে দুদক। গণশুনানির জন্য ১৭ জানুয়ারি থেকে এসব অভিযোগ নেওয়া হচ্ছে। অভিযোগ দেওয়া যাবে ২৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অভিযোগকারীদের সরাসরি অংশগ্রহণে গণশুনানি হবে। শুনানি শেষে দুর্নীতি সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় জানায়, গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে সহযোগিতা করছে গাজীপুর জেলা প্রশাসন। শুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন।

গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহার আলী জানান, ইতোমধ্যে কয়েকটি মামলা নেওয়া হয়েছে। সেগুলোর তদন্ত চলছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button