তথ্য প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেসেজিং প্লাটফর্ম হিসেবে বর্তমানে হোয়াটসঅ্যাপ বহুল প্রচলিত। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে সব জায়গাতেই এর ব্যবহার। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। প্রতিদিন বিশ্বের কোটি মানুষ এ প্লাটফর্মে ফাইল, ছবি, মেসেজ আদান-প্রদান করে থাকে। তবে অনেক সময় আগের মেসেজ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানের উপায়ও নিয়ে এসেছে মেটা। খবর ইন্ডিয়া টুডে।

নতুন ফিচারের কারণে কয়েক বছর আগের মেসেজও এক মুহূর্তে খুঁজে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে শিগগিরই সার্চ বাই ডাটা নামে একটি নতুন ফিচার চালু করা হবে। বর্তমানে আইফোন ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারছেন। আইওএস স্মার্টফোনের লেটেস্ট ২৩.১.৭৫ আপডেটে ব্যবহারকারীদের সার্চ বাই ডেট ফিচারটি ব্যবহারের সুবিধা দেয়া হচ্ছে। এখানে আরো কিছু সুবিধাও পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে পুরনো দিনের মেসেজ খুঁজে পেতে হলে কিছু কাজ করতে হবে।

প্রথমেই আইফোন থেকে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে। এরপর চ্যাট লিস্টে গিয়ে ব্যক্তিগত যেকোনো কথোপকথন নির্বাচন করতে হবে। অর্থাৎ যার মেসেজ দেখার প্রয়োজন সে কনভার্সেশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ইনফো অপশনে গিয়ে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ অপশনে যাওয়ার পর ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ডান দিকে ওপরে একটি ক্যালেন্ডার আইকন দেখতে পারবে। যে দিনের মেসেজ প্রয়োজন সেখানে বছর, মাস, দিন ও তারিখ উল্লেখ করতে হবে। উল্লেখ করে জাম্প টু ডেট-এ ক্লিক করতে হবে। এরপর সেদিনের মেসেজ সামনে চলে আসবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button