গাজীপুর
পূবাইলে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের বসুগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো মিলন মিয়া (১৯) ও ঝর্ণা আক্তার (২২)। মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে এবং ঝর্ণা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে। তারা দু’জনেই পূবাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় প্রাইম সুয়েটার লিমিটেড নামক পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইম সুয়েটার লিমিটেডের এডমিন মাহবুবুর রহমান উজ্জ্বল।