পূবাইলে এগারোসিন্ধুর প্রভাতীর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ভৈরব রেল সড়ক দিয়ে চলাচল করা আন্তনগর এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনটি পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ৯টা ৪৫ মিনিটে। ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ছেড়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে গন্তব্যে শেষ করে।
পূবাইল স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে তালুটিয়া এলাকায় গিয়ে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি থেমে যায়। তবে ওই রেললাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এরপর দীর্ঘ সময় চেষ্টা করেও ইঞ্জিন সচল না হওয়ায় টঙ্গী থেকে রিলিফ ইঞ্জিন আসে। প্রায় সোয়া ১ঘন্টা পর বেলা ১১টার দিকে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী জংশনে নিয়ে যাওয়া হয় রিলিফ ইঞ্জিনের মাধ্যমে।
পূবাইল রেলওয়ে স্টেশনের মাস্টার মাহবুব হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, পূবাইল স্টেশন অতিক্রম করার পর তালুটিয়া এলাকায় গিয়ে ঢাকাগামী এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি ঢাকাগামী লাইনে দাঁড়িয়ে থাকে। পরে সংবাদ পেয়ে রিলিফ ইঞ্জিন এসে বেলা ১১টার দিকে ট্রেনটি টঙ্গী জংশনে নিয়ে যায়।
তিনি আরো বলেন, ওই সময় ঢাকাগামী অন্য কোন ট্রেনের সিডিউল না থাকায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। বর্তমানে ওই রেললাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।