পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৪ ডিআইজি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশে ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হয়েছেন চার কর্মকর্তা।
তারা হলেন- পুলিশ সদরদপ্তরে কর্মরত ডিআইজি জামিল আহমদ, ঢাকার পুলিশ স্টাফ কলেজে কর্মরত ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদরদপ্তরে কর্মরত ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।
বুধবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন হয়।
এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বর্তমান দায়িত্ব পালন করে যাবেন।
পুলিশের শীর্ষ পদ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পর অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন ১৮ জন। নতুন চারজনকে নিয়ে এই সংখ্যা এখন ২২ হল।
অপর আরেক প্রজ্ঞাপনে, পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদ মর্যাদায় গ্রেড-১ পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গ্রেড-১ পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম। তারা দু’জনই অতিরিক্ত আইজিপি গ্রেড-১ চলতি দায়িত্বে কর্মরত আছেন।