পূবাইলে গলায় পাগড়ি পেঁচানো এক মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের হায়দ্রাবাদ এলাকা থেকে গলায় পাগড়ি পেঁচানো অবস্থায় এক মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।
নিহতের নাম মুফতি হাফেজ মাওলানা আমজাদ হোসেন (৪৫)। তিনি কাপাসিয়া উপজেলার পলাশপুর এলাকার মাওলানা আব্দুল আউয়ালের ছেলে। আমজাদ হোসেন পূবাইলের হায়দ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ঢাকার পল্টন এলাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের স্ত্রী সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছেন। রোববার রাতে আমজাদ হোসেন হারবাইদ এলাকায় তার বাসায় একা অবস্থান করছি। সোমবার মোবাইল ফোনে কল করে আমজাদ হোসেনকে না পেয়ে বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করে তার খোঁজ নিতে অনুরোধ করেন সন্তানেরা। পরে বিকেল ৪টার দিকে তার বাসার দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে নক করলেও কোন সাড়া-শব্দ পাওয়া যায়নি। সে সময় স্থানীয়রা জড়ো হয়ে জানালা দিয়ে রুমের ভেতরে আমজাদ হোসেনকে ঝুলন্ত অবস্থা দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থা থেকে সোমবার সন্ধ্যায় আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। মাথার পাগড়ি দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে ছিল আমজাদ হোসেন। এছাড়াও একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে থাকা লেখা থেকে ধারণা করা হচ্ছে তিনি অর্থনীতি সংকট থেকে হতাশায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।