কালীগঞ্জে দুদকের সাবেক ডিজি’র অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
![](https://www.gazipurkontho.com.bd/wp-content/uploads/2023/01/dg-3-780x425.png)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে দুর্নীতি দমন কমিশন সাবেক মহাপরিচালক (ডিজি) সহিদুজ্জামানের ব্যক্তিগত অর্থায়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত অবধি শীতবস্ত্র হিসেবে প্রায় ৪০০ কম্বল বিতরণ করা হয়।
দুদকের সাবেক ডিজি সহিদুজ্জামানের পক্ষে এসকল শীতবস্ত্র বিতরণ করেছেন তাঁর ছোট ভাই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বদরুজ্জামান সরকার মোমেন।
বদরুজ্জামান সরকার মোমেন বলেন, বর্তমানে সারাদেশে শৈত্যপ্রবাহ চলছে। এতে এলাকার হতদরিদ্র মানুষের কষ্টে জীবন-যাপন করতে হচ্ছে। বিষয়টি দুদকের সাবেক ডিজি সহিদুজ্জামানের নজরে দেয়া হলে তিনি শীতার্তদের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তুমুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টিউরী, সানাইয়া, বাইমাখালী, ফিরিন্দা, মালিবোন ও পাকুরিয়া হিন্দুপাড়া গ্রামের ৩০০ জন বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ৮নং ওয়ার্ডের মানিকপুর এলাকায় ১০ জন, ৮নং ওয়ার্ডে উত্তর সোম ও আলুয়া এলাকার ৩০ জন এবং পৌরসভা এলাকায় বসবাস করা ৬০ জনসহ মোট ৪০০ জন দুস্থ ও অসহায় বয়স্ক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা বলেন, দুর্নীতি দমন কমিশন সাবেক মহাপরিচালক (ডিজি) সহিদুজ্জামান তুমুলিয়া ইউনিয়নের টিউরী সরকার বাড়ির বাসিন্দা। তিনি সরকার বাড়ির বিশিষ্ট সমাজ সেবক হিসেবে এলাকার সর্বমহলে ব্যাপক প্রশংসিত ও পরিচিত। করোনা মহামারির সময়েও তিনি এলাকার হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন। সে সময় তিনি এলাকার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। সাবেক ডিজি সহিদুজ্জামান এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত সহায়তা করে চলছেন দীর্ঘদিন যাবত। এছাড়াও প্রায় ১৫ বছর যাবৎ শীতের সময় এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছে সরকার পরিবার।
আরো জানতে….
কালীগঞ্জে গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ নেতা