আলোচিতসারাদেশ

মিথ্যা তথ্য দিয়ে মার্কিন ভিসার আবেদন: ৩ বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন দূতাবাসের মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে ভিসা আবেদন করার অভিযোগে তিন বাংলাদেশির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। তাঁরা হলেন—ফেনীর পলাশ চন্দ্র দাস, মাদারীপুরের মাহবুবুর রহমান খান ও নারায়ণগঞ্জের মো. মিলন।

মামলার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি ট্রাভেল এজেন্সির মালিক ও দুই ভিসা আবেদনকারীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে গুলশান থানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, যুক্তরাষ্ট্রের দূতাবাস মামলাটি করেছে। এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই তিন বাংলাদেশি জালিয়াতি করে তাঁদের পাসপোর্টে মালয়েশিয়া, মালদ্বীপের নকল ভিসা ও স্ট্যাম্প দিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করেছিলেন। পরবর্তীতে সেটি ধরা পড়ে।

মামলায় তাঁদের পাসপোর্ট নম্বর ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে বুধবার রাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করেছে ডিবির সাইবার বিভাগ। আটককৃতরা হলেন—ভিসা আবেদনকারী ফেনীর পলাশ চন্দ্র দাস ও মাদারীপুরের মাহাবুবুর রহমান খান, ট্রাভেলার্স ডায়েরি এজেন্সির মালিক ওয়াহিদ উদ্দিন এবং তাঁর সহযোগী শফিকুল ইসলাম সুমন, আরেক ট্রাভেল এজেন্সি হ্যাপি হলিডে এজেন্সির মালিক আরিফুর রহমান ও তাঁর সহযোগী আবু জাফর।

ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাস সংবাদ মাধ্যমকে বলেন, ‘জালিয়াতির ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button