শ্রীপুরে ট্রাকের ধাক্কায় বাবা–মেয়েসহ ৩ জনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাবা–মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় বদনীভাঙা-গাজীপুর আঞ্চলিক সড়কের শ্রীপুর উপজেলার বদনীভাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজন হলেন শ্রীপুরের বদনীভাঙা গ্রামের বাবুল মিয়া (৩৪), তাঁর মেয়ে মোছা. নুসরাত (৭) ও শাশুড়ি শিরিষগুড়ি গ্ৰামের আব্দুস সোবহানের স্ত্রী বাছিরুন নেছা (৫৫)। রাত ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্ত্রীর বড় ভাই সিরাজ খান।
নিহত ব্যক্তিদের স্বজন আলমগীর হোসেন ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বুধবার বিকেলে বাবুল মিয়া তাঁর মোটরসাইকেলে মেয়ে নুসরাত ও শাশুড়ি বাছিরুন নেছাকে নিয়ে তাঁদের এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় তাঁদের মোটরসাইকেল ছোট সড়ক থেকে বদনীভাঙা-গাজীপুর আঞ্চলিক সড়কে প্রবেশ করছিল। এ সময় হঠাৎ গাজীপুরমুখী লাকড়িবাহী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাছিরুন নেছা মারা যান এবং নুসরাত ও তাঁর বাবা আহত হন। স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুসরাতের মৃত্যু হয়। নুসরাতের বাবা বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মারা যান।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’