গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রচণ্ড ভালোবেসে স্ত্রী তাবাসসুম কায়সারকে পারিবারিক ও নিজের অর্জিত সম্পদের মালিকানা দিয়েছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। সিটি ব্যাংকসহ প্রায় দেড় ডজন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদেও বসিয়েছেন তাকে; কিন্তু এক ভিনদেশির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীর প্রেম, সন্তানের ভালোবাসা সবই পায়ে ঠেলেছেন তাবাসসুম। বিপুল সম্পদ নিজের দখলে নিয়ে আজিজ আল কায়সারের বেশিরভাগ কাজে বিরোধিতা করছেন তিনি। এতে সংসার যেমন ভাঙনের পথে, তেমনি ব্যাহত হচ্ছে সিটি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড। এই সুযোগে একটি গোষ্ঠী ব্যাংকটি দখলে নেওয়ার চেষ্টা করছে। জানা গেছে, তাবাসসুম কায়সার একজন সংসদ সদস্য আত্মীয়ের প্রভাবে এই বেপরোয়া আচরণ করছেন, যিনি গত কয়েক বছর ধরে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এক দিনেই এ পর্যায়ে আসেননি
তাবাসসুম কায়সার। ধাপে ধাপে পরিকল্পিতভাবে তিনি এগিয়েছেন। পারটেক্স গ্রুপের ১৬টি প্রতিষ্ঠানে নিজের শেয়ার পাকাপোক্ত করার পর তিনি স্বামীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যদিও এর মধ্যে তিনি তিন পুত্র সন্তানের মা হয়েছেন। সিটি ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, পারটেক্স গ্রুপের ১২ প্রতিষ্ঠানে তার নামে ১০ শতাংশ করে শেয়ার রয়েছে। তিনটি প্রতিষ্ঠানে রয়েছে ২০ শতাংশ শেয়ার। আর একটি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ শেয়ার তাবাসসুম কায়সারের। এর মধ্যে পারটেক্স এগ্রোর চেয়ারম্যান তাবাসসুম কায়সার। আর ট্রিপল অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক। আর সিটি ব্যাংকে তার শেয়ার ২ দশমিক ১০ শতাংশ। তিনি সিটি ব্যাংকের অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য। ব্যাংক থেকে তার নামে রয়েছে একটি ক্রেডিট কার্ড, যেখানে তিনি স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় লাখ লাখ টাকা খরচ করেছেন। এই বিপুল সম্পদের মালিকানা নিয়ে তিনি এখন বিচ্ছেদের পথে। তবে আজিজ আল কায়সারকে তিনি জানিয়েছেন বিচ্ছেদের জন্যও দিতে হবে মোটা অংকের নজরানা।
জানা গেছে, ওই সংসদ সদস্যের প্ররোচনায় সম্প্রতি তাবাসসুম কায়সার ময়না আদালতে আজিজ আল কায়সারের বিরুদ্ধে চারটি মামলা করেছেন। আদালত তিনটি মামলাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। ময়নার করা এসব মামলায় বর্তমানে জামিনে আছেন আজিজ আল কায়সার টিটো। জানা গেছে, মূলত আজিজ আল কায়সারকে সিটি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরাতে কিছু বানোয়াট অভিযোগ প্রস্তুত করে হয়রানিমূলক মামলার ফাঁদ পাতা হয়েছে। সাজানো এসব মামলার নেপথ্যে আছেন তাবাসসুম কায়সারের দুলাভাই সম্পর্কের প্রভাবশালী সংসদ সদস্য। সম্পর্কে তিনি ময়নার বড় বোনের স্বামী, যিনি দীর্ঘদিন ধরে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজের নাম লেখাতে নানাভাবে চেষ্টা করছেন।
সংশ্লিষ্টরা জানান, কয়েক মাস ধরেই ময়নার সঙ্গে আজিজ আল কায়সারের দাম্পত্য কলহ চলছে। তবে নিতান্ত ব্যক্তিগত বিষয়টি এতদিন গোপন থাকলেও মামলার মধ্য দিয়ে ঘটনা প্রকাশ্যে আনা হয়েছে। ভারতীয় এক যুবকের সঙ্গে আজিজ আল কায়সার টিটোর স্ত্রী তাবাসসুম কায়সার ময়নার ঘনিষ্ঠতা নিয়ে তাদের দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। মায়ের অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে নিজের মাকে ছেড়ে বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতির তিন পুত্র সন্তান এবং তারা মায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাবার সঙ্গে বসবাস করছেন।
হাসেম পরিবারের সদস্যরা বলছেন, প্রচণ্ড ভালোবাসা থেকে স্ত্রীকে কোম্পানির মালিকানায় নিয়ে আসেন আজিজ আল কায়সার। সিটি ব্যাংক ছাড়াও গ্রুপের কয়েকটি কোম্পানিতে পরিচালক পদে আছেন ময়না। এ ছাড়া স্ত্রীকে নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছেন আজিজ আল কায়সার। কিনে দিয়েছেন শতকোটি টাকার অলংকার। দীর্ঘ ২৮ বছরের সংসার তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তাবাসসুম কায়সার আজিজ আল কায়সারের বিরোধিতা করছেন। দুইজনের রেষারেষিতে বোর্ডের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অনেক প্রস্তাবের অনুমোদন আটকে আছে। এ নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও দেখা দিয়েছে বিভ্রান্তি। অনেক ক্ষেত্রে তাবাসসুম কায়সার নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কর্মকাণ্ড আটকে দিচ্ছেন। এতে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ সব ধরনের গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
২০০৭ সালে সিটি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব নেন এমএ হাশেমের বড় ছেলে আজিজ আল কায়সার। মাঝে বিরতি দিয়ে বর্তমানেও তিনি ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।