গাজীপুর
আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে পূবাইলে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুুরে ঢাকা-ভৈরব রেল রুটের পূবাইলের মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হাবিব উল্যাহ (৪০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী থানার বৈরাগীরচর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তিতাস এক্সপ্রেস ট্রেনে চড়ে হাবিব উল্যাহ বাড়ি ফিরছিলেন। পথে পূবাইলের মাজুখান এলাকায় তিনি ট্রেন থেকে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।